রাজগৃহ
আলোয় উদ্ভাসিত রাজ গৃহ, অতুলনীয় ঐশ্বর্য , রঙ মহলে ঝাড়বাতি মহিমান্বিত বিজয় স্তম্ভ, রাজ গৌরবে সুউচ্চ সকল স্তম্ভরাজী , দৃঢ় প্রত্যয়ী। বিজয় পতাকা উত্তাল, তোরনদ্বার তারই অহংকারে অনমনীয়........ পতাকার তরে উড়ে যায় বাতাস... যেন অহংকারেরই পদসেবা রত । শ্বেত শুভ্র পাষানে আচ্ছাদিত সোপান..... যেন চন্দ্রের সাথে প্রতিযোগিতায় সে বিজয়ী। খিলানের কারুকার্যে এক নৈসর্গিক মুগ্ধতার আবেশ....., পার্থিব ফলেফুলে অনন্যসাধারণ সমাহার যে খিলানের অমৃতকানন, আতর, গোলাপের জলে মিশ্রণে এক মায়াবী আঘ্রাণ, শ্বাস প্রশ্বাস এখানে এখানে রাজকীয় সুষমা মণ্ডিত, জুই বেল সংগ্রথিত শোভা বর্ধক দ্বার প্রান্তে প্লাবিত , অতিথি অভ্যাগতদের চরণ বন্দনা..... তারই হস্তে সমর্পিত , বাহিরে ফোয়ারার আকাশচুম্বী ধারা মুহুর্তে আস্ফালীত, আকাশের নক্ষত্র কূলও ফোয়ারার স্পর্ধায় স্তম্ভিত.....! পুষ্পবনে রাজ গৌরবে বিকশিত পুষ্পরাজী , অনিন্দ্য সৌরভে পুষ্প বন পরিণত.... অমরাবতীতে ! সুরভীত উদ্যান যেন....... নব যৌবনের দ্যোতক......... সবুজ তৃণ ক্ষেত্র যেন কাহার পদ স্পর্শের জন্যে অপেক্ষায়... ত...