গৌতম বুদ্ধ
সেই আদি যুগে.... এসেছিলেন শাক্যকূলে, কিন্তু মন নেই রাজ্য পাটে, মন পড়ে আছে সেই নিহারীকার দেশে, কেননা ওইখানে তার আদি গৃহ, হঠাৎ নজর পড়ল পার্থিব জীবনের ধারায়। বুঝলেন সবাই শৃঙ্খলিত, কাতর প্রার্থনা '' উদ্ধার কর মোরে "! ব্যথিত হৃদয় ছুঁয়ে গেল প্রার্থনা...... তিনি পথে নামলেন, ধন্য হোল পথ...... তার শ্রীচরনকমল স্পর্শে। ধন্য হোল আসমুদ্র হিমাচল, নব জীবনের আলোয় উদ্ভাসিত অঙুলীমাল । তার পদদ্ধনীতে কম্পমান রাজসিংহাসন, মহারাজ তার পদ সেবায় রত! রাজা থেকে প্রজা, সবাই তার ঐশী আদর্শে হলেন উদ্বুদ্ধ, বোধী বৃক্ষের তলে বিরাজমান ভগবান গৌতমবুদ্ধ!
Comments
Post a Comment