সন্ধ্যা
সন্ধ্যা......... সে নেমে এলো পৃথিবীর বুকে, অম্লান মহাজ্যোতি চোখের আড়ালে এখন। সন্ধ্যার স্নিগ্ধ গন্ধে এক মায়াবী পরিবেশ, মায়াবী পথ ঘাট, মায়াবী বনানী, মায়াবী জনজীবন। ক্ষুদ্র প্রদীপ দিয়ে আলোকিত করার বৃথা চেষ্টা, সন্ধ্যা এখন সমহিমায়ে বিরাজমান। দিগন্ত প্রসারিত তার মায়াবী দৃষ্টি, তার দৃষ্টিতে রাজপুরীও তমসাছন্ন । জনজীবনের ধারা বয়ে চলেছে মন্থর গতিতে, একটু থামতে হবে.... আমি ক্লান্ত............... আমি সেই জনজীবনের ধারা, বয়ে চলেছি আনাদি কাল ধরে! সারাজীবনের ক্লান্তি উজাড়করে দিতেচাই সন্ধ্যার বুকে সন্ধ্যা আর ক্লান্তি যেন সম্পৃক্ত হয়ে যায়। নিশাচরেরা জেগে উঠেছে, জেগে উঠেছে সন্ধ্যার কলরবে, সেএক চিরায়ত কলরব আদি আনাদি কালের তমসাবৃত কলরব, যার শব্দে বিদীর্ণ হয় হৃদয়াত্মা।
osadharon..
ReplyDelete