সন্ধ্যা তারা
পল্লী প্রান্তরে সহসা আবির্ভাব , তীব্র অথচ স্নিগ্ধা রশ্মি । উকি দিয়ে যায় মেঘের কোলে, বালকের জিজ্ঞাসু দৃষ্টি তার দিকে , দিগন্তের নীলাভ আকাশের অনিন্দ্য শোভনা। ক্লান্ত পথিকের করুণ নয়নে তারই প্রতিচ্ছবি , দূরবীনের চোখ যুগে যুগে তারই অপেক্ষায় । নীরবে..... একাকী...... তুমি সাথী হারা , তারা না হয়েও তুমি তারা........ তুমি আমার সান্ধ্য বন্ধু...... তুমি সন্ধ্যা তারা ।।
Comments
Post a Comment