জাগরণী
মহাশূন্য মাঝে আদি জাগরণ নিঃশব্দের প্রাচীর ভঙ্গ করে...... এক প্রবল গতিময়তার জাগরণ , আদিকল্পের সূত্রপাত । নক্ষত্রের দিগন্ত বিস্তৃত বিস্তার , পুন্যতোয়া গঙ্গা...... আকাশগঙ্গা...... ছায়াপথ, প্রাণন বীজ সঞ্চারিত হতে চলেছে নদীর বুকে , যে প্রাণ একদিন প্রাণের বিকাশ ঘটবে , যে প্রাণ একদিন প্রাণের বিনাশ করবে ! সৃষ্টিযজ্ঞ মধ্য গগনে , প্রাণ শক্তির অধিকারীনীর দুর্দান্ত প্রতাপ.... আজ সর্বত্র........! প্রকৃতি আজ তার পদানত... এমনটাই মনে করে সে , সে নিজের ভাগ্য বিধাতা রূপে নিজেই অবতীর্ণ । হায় ! সে গ্রাহ্য করেনা মহা বিশ্বের অনুশাসন ! সৃষ্টি যজ্ঞ অন্তিম লগ্নে , নাটকের দ্রুত পট পরিবর্তন, মুহুর্তে বদলে যাচ্ছে প্রেক্ষাপট , জাগরণী হুঙ্কারে উপস্থিত 'কৃষ্ণগহবর' ! সৃষ্টিযজ্ঞ সমাহিত কৃষ্ণ গহবরের কোলে.... নিস্তব্ধতার পুনরাবৃত্তি...............
Comments
Post a Comment