ইতিহাস
শত সহস্র বছরের সাক্ষ্য বহন করে চলেছি, অক্লান্ত ভাবে, নিরবিচ্ছিন্ন ভাবে। যুগ যুগান্তরের উঠা পড়ার মধ্যে দিয়ে আমার পথ চলা ক্ষণে ক্ষণে রক্তস্নাত হতে হয়েছে, কারণ সেটাই তো যুগধর্ম। মহান মানবজাতির কীর্তি আমাকে করেছ ঐশ্বর্যবান, তাদের ঐশ্বর্য আমারই দীপ্তি, কিন্তু ষড়যন্ত্রের গন্ধ আমায় করেছে কলঙ্কিত, যাকে কেউই অস্বীকার করতে পারে না, হয়ত আমিও না! ঐতিহাসিকের ল্যাবরেটরিতে আমায় নিয়ে চলছে....... এক মহা পরীক্ষা , নাকি কেবল খেলা? কখনো বা আমি নিজেই নিজেকে চিনতে পারি না, আমাকে বদলে দেবার চেষ্টা হয়েছে বারে বারে, কিন্তু আমি যে শাশ্বত ! শাশ্বতী গতি আমার, আমি তো বদলাই না, সঠিক সময়ে আমার স্বরূপ প্রকাশিত হয়। বিদীর্ণ করি সমস্ত ভ্রান্তি , আমার পরম শক্তিতে জ্বলে ওঠে সত্যের জ্যোতি, চরম সত্য অম্লান জ্যোতিতে বিরাজমান, আমিই সেই পরমসত্যজ্যোতি ! ইতিহাস.........................
Comments
Post a Comment