বিশ্বপথিক
বিশ্ব ভ্রমনে বেড়িয়ে পড়লাম , পৌঁছতে হবে অনেক নতুন দেশে...... নতুন নতুন অভিজ্ঞতার দেশে, মায়া দেশ, মমতা দেশ, হিংসা দেশ, অতৃপ্তি দেশ..... সংগ্রহ করব সৌখিন ঘর সাজানোর জিনিষ , আনন্দ, দুঃখ, ভালোবাসা, ঘৃণা... সবই তো সৌখিন , সবকিছুই যে ঘরে মানানসই হবে তা নয়...... কিন্তু সংগ্রহ করতে ক্ষতি কি ? কিছু আলোকচিত্র ধরা থাকবে মনের মণি কোঠায় , যথা সময়ে তারা মুখে হাসি ফোটাবে , অনেক সময়েই তারা অশ্রু বিসর্জন এর কারণ হবে। পথে দেখা হবে অনেকের সাথেই.... হবে বন্ধুত্ব , তারই মধ্যে কেউ হয়ত বাঁধতে চাইবে , সাত জনমের বন্ধন ! বন্ধন ছিন্ন হবে জানি, তবুও মায়ার বন্ধনে নিজেকে বাঁধা ! পথের মধ্যে সাহায্যপ্রার্থী আসবে অনেক...... চাইবে সাহায্য.... তাদের কেউ কেউ উপহার হিসেবে রেখে যাবে, অকৃতজ্ঞতা........! কেউবা আবার কৃতজ্ঞতার ডোরে বাঁধতে চাইবে , আজীবন....... কিন্তু সাহায্যের হাত যে বাড়াতেই হয়....... কৃতজ্ঞতার অভিলাষ তবে ঝেড়ে ফেলা যাক ! হঠাৎ এক মরুভূমির দেশ উপস্থিত , কি নিষ্ঠুর প্রকৃতি.......! এই দেশ ' দৈন্য দুর্দশা' র , এই দেশে পরিচিত বন্ধু গুলোকে, অপরিচিত মনে হচ্ছে! ঠিক যেন চেনা যাচ্ছে না .......... বুঝলাম ওরা বন্ধু নয়, ওরা তো কোকিল ! আজ বসন্তের অবসান হয়েছে , তাই ওরা চুপ..... নিশ্চুপ । কিন্তু তুমি কে ? এই মরু প্রান্তরে অমৃতবারি হাতে দাঁড়িয়ে ! অমৃতবারি নয়...... এ যে , 'অমৃতবাণী ' , মস্তিষ্কে ধারণ কোরো... তৃষ্ণার নিবৃত্তি হবে ! কিন্তু তুমি কে বললে না তো ? " জীবন মরণের সীমানা ছাড়ায়ে............" তুমিই কি সেই বন্ধু আমার ? হ্যাঁ......... তাই ! বন্ধুই যদি হয়ে থাকো তবে .......
ভ্রমনের শুরুতে কেন নেই তুমি ? ছিলাম তো..... কিন্তু দেখা দেইনি , তবে হঠাৎ এখন ...........? জানতে এলাম বাড়ি ফিরবে কবে..........,? বিশ্ব ভ্রমণের কি এখনো বাকী আছে? আছে আর কোনো তৃষ্ণা ? অমৃতবারি পান করেছি..... তৃষ্ণার নিবৃত্তি ঘটেছে ! তবে চলো, এবার বাড়ির দিকে ফেরা যাক...... কিন্তু পথের সঞ্চয় গুলো পড়ে রইল যে ! পথের সঞ্চয় পথেই না হয় রয়ে যাক...... ক্ষতি কি ? শূন্য হাতে এসেছিলে, শূন্য হতেই না হয় ফিরলে.... শূন্যতাই তো পরিপূর্ণতা , শূন্যতারই তো সর্বোপরিব্যাপ্তি........! পিছনে ফিরে তাকানো যে বৃথা, এগিয়ে চলো , এগিয়ে চলো। চরৈবেতী চরৈবেতী.......।।
ভ্রমনের শুরুতে কেন নেই তুমি ? ছিলাম তো..... কিন্তু দেখা দেইনি , তবে হঠাৎ এখন ...........? জানতে এলাম বাড়ি ফিরবে কবে..........,? বিশ্ব ভ্রমণের কি এখনো বাকী আছে? আছে আর কোনো তৃষ্ণা ? অমৃতবারি পান করেছি..... তৃষ্ণার নিবৃত্তি ঘটেছে ! তবে চলো, এবার বাড়ির দিকে ফেরা যাক...... কিন্তু পথের সঞ্চয় গুলো পড়ে রইল যে ! পথের সঞ্চয় পথেই না হয় রয়ে যাক...... ক্ষতি কি ? শূন্য হাতে এসেছিলে, শূন্য হতেই না হয় ফিরলে.... শূন্যতাই তো পরিপূর্ণতা , শূন্যতারই তো সর্বোপরিব্যাপ্তি........! পিছনে ফিরে তাকানো যে বৃথা, এগিয়ে চলো , এগিয়ে চলো। চরৈবেতী চরৈবেতী.......।।
Comments
Post a Comment