শিশু
ওরা স্বর্গীয় ভালোবাসার অধিকারী , ওদের চাহনি নিষ্পাপ , মমতায় ভরা ওদের হাসি । ওদের হাসি কেড়ে নেয় সব দুঃখের স্মৃতি , ওদের সাথে ফিরে আসে আমাদের ছোট বেলা । ওরা যেন আমাদের ছোট্ট বেলার স্মারক, মনের সব কালীমা ওদের চাহনিতে ধুয়ে মুছে যায় , ওরাই তো পারে পারিপার্শ্বিককে ওদের মতই....... দিব্য জ্যোতিতে ভাসিয়ে দিতে । ওরা জাতির ভবিষ্যৎ ...... ওরা জাতির সম্পদ , ওদের শৈশবের আড়ালেই আমাদের আগামী কাল।।
Comments
Post a Comment