অমৃতপথযাত্রী
বসে আছে সে পথে পানে চেয়ে, অপলক দৃষ্টি তার সুদূর প্রসারিত। অপেক্ষায় আছেন তিনি, তার অঙ্গনে বিদ্যুৎ খেলে যায় ; বিদ্যুৎ তার কথায়, বাক্যে, চাহনিতে, অম্লান জ্যোতি তার মুখমণ্ডলে, পার্থিব দুঃখের অন্ধকার দূর হয়ে যায়, তার ঐশী জ্যোতির ছটায়! মৃত্যুপথযাত্রীও সঞ্জীবিত তার অমৃতবাণীতে, তিনি ওদের বেঁচে থাকার আশা! তিনি কালের ধারা কে রুদ্ধ করেন, তিনি যুগ যুগান্তকারী, অমৃতপথযাত্রী!
Comments
Post a Comment