বর্ষা মানেই...............
বর্ষা মানেই, ভেজা সকাল বর্ষা মানেই ধোঁয়াশা আকাশ। বর্ষা মানে অন্ধকার ঘর, বর্ষা মানেই একলা বসে থাকা। বর্ষা মানে পুরানো গানের রিমিক্স, বর্ষা মানেই পুরোনো বই এর পাতা উল্টে দেখা। বর্ষা মানে অলস বিছানা, বর্ষা মানেই কফির কাপে চুমুক। বর্ষা মানে রোদহীন এক আলো, বর্ষা মানেই খিচুড়ির প্লেটের ধোঁয়া। বর্ষা মানে পড়ন্ত বিকেল, বর্ষা মানেই নিঝুম সন্ধ্যা। বর্ষা মানে একটাই ছাতা, বর্ষা মানেই দুজনে একসাথে ভেজা।।
Comments
Post a Comment