জীবন শিক্ষক
রেল যাত্রা, মহানন্দ...... আনন্দের বহিঃপ্রকাশ মোর নয়ন যুগলে , বাহিরের নীলাভ দিকচক্রবাল , ধানের ক্ষেতে উত্তুরে হাওয়ার আন্দোলন , পরিবেশ ও মনে আনন্দের বন্যা । রেল কামরায়...... সহসা এক বৃদ্ধের প্রবেশ , জীর্ণ বস্ত্র , ধুলি - কাদা তার আভূষন , উত্তুরে হাওয়ায় সেই আভূষন সহসা মোর বস্ত্রে লিপ্ত ক্রুদ্ধ কন্ঠে মোর উক্তি............ '' শুভ্র স্বচ্ছ বস্ত্র মোর , করিলে মলিন !! '' বৃদ্ধ কহে, ''যে ধুলি কাদার তরে হলে তুমি ক্রুদ্ধ..... সেই ধুলিকাদাই যে মোদের অন্তিমক্ষণের ঠিকানা'' তা কি তুমি জানো না? তবে কেন...... কেন এতো ক্রোধ ? বিস্মিত নয়নে হল মোর বাক - রুদ্ধ, জীবন শিক্ষক করিলেন মোরে চির ঋণে আবদ্ধ !
Comments
Post a Comment