মুক্তি
বহু মূল্য মুক্ত হার,
ভুবন ভোলানো রূপ তার,
মুক্ত হার মোর করলগত,
উচ্ছ্বাস দু নয়নে,
কিন্তু বিষাদ পরক্ষণেই,
মুক্ত হার কেড়ে নিল মোর মুক্তি।
ঐশ্বর্যের অহংকার করিল মোরে চির আবদ্ধ,
ঐশ্বর্যে হলাম পরাধীন।
মুক্ত হারের শৃঙ্খল মোর গলে,
শ্বাস রুদ্ধ!
বাঁচাও... মুক্ত কর মোরে ,
অশ্রু ভাঙল বাঁধ,
অনুতাপে বিগলিত শৃঙ্খল,
মুক্ত হার সমর্পীত তারই চরণে যিনি চির মুক্ত,
তারই চরণে হৃদয় দানে হলাম নিজে মুক্ত!
ভুবন ভোলানো রূপ তার,
মুক্ত হার মোর করলগত,
উচ্ছ্বাস দু নয়নে,
কিন্তু বিষাদ পরক্ষণেই,
মুক্ত হার কেড়ে নিল মোর মুক্তি।
ঐশ্বর্যের অহংকার করিল মোরে চির আবদ্ধ,
ঐশ্বর্যে হলাম পরাধীন।
মুক্ত হারের শৃঙ্খল মোর গলে,
শ্বাস রুদ্ধ!
বাঁচাও... মুক্ত কর মোরে ,
অশ্রু ভাঙল বাঁধ,
অনুতাপে বিগলিত শৃঙ্খল,
মুক্ত হার সমর্পীত তারই চরণে যিনি চির মুক্ত,
তারই চরণে হৃদয় দানে হলাম নিজে মুক্ত!
Comments
Post a Comment