আত্ম অন্বেষণ
ব্যস্ত জীবন , ব্যস্ত প্রতিপল , ঘড়ির তালে তালে জীবন ধাবিত, ভোরের আরক্তিম আভা , সন্ধ্যার নীল দিগন্ত , মনের আকাশে সবই বিলীন , ব্যস্ততার ভিড়ে সবাই নিরুদ্দেশ , বিশ্ব প্রকৃতির সাথে চির জনমের সম্পর্ক , প্রকৃতি থেকেই জাত আমরা , ভুলেছি সেটাও। কর্তব্যের নিষ্পেষনে প্রাণ বায়ু আজ শুষ্ক , হারিয়েছে সজীবতা , অন্তরাত্মা আর শুনতে পায় না বিশ্বাত্মার আহবান অন্তর যেন পাষানে রূপান্তরিত । তাই কিছু সময় চাই...... মাত্র কিছু ক্ষণ , করবো যেই ক্ষণে....... আত্ম অন্বেষণ ।।
Comments
Post a Comment