গ্যালাক্সি
সে আজ বহু আলোকবর্ষ দূরে, একাকীত্বকে সঙ্গী করে সে বেঁধেছে তার ঘর। নিভৃতে নিরাকার অন্ধকারে দিন কাটায় অন্তরে তার অনির্বাণ জ্যোতি অগ্নি শিখা বিস্তৃত দূরে বহু দূরে । তোমায় দূর থেকে দেখছে তারা গুলি তবু কাছে যাওয়া নিষেধ, কাছে গেলে চলে যায় আরো অনেক দূরে, যেনো কোন মরিচীকা। আদি ও অকৃত্রিম শরীরে তুমি বিরাজমান, দেহ সকল কলুষ মুক্ত, স্বত্ব - রজ - তম থেকেও মুক্ত ! আদি কালের সাক্ষী একাকী নিভৃতে বিরাজমান কোনো এক অজ্ঞাত পরিণতির জন্যে.........অপেক্ষায়!
Comments
Post a Comment