পথচারীর দিন রাত্রি
দিনে রাতে পথই আমার সঙ্গী , পথের সাথেই আমার আত্মীয়তা , সম্পৃক্ততা অনুভূত হয়....... প্রতি প্রাণ স্পন্দনে , ক্ষণে ক্ষণেই আমার সাথে তার........ একান্ত দৃষ্টি বিনিময়। চলতে চলতে কখনও ক্লান্তি নেমে আসে , হয়ত পথও ক্লান্ত........ আমার ভার বহন করতে করতে । কখনো কখনো দিগন্ত রেখার সাথে সে মিলিয়ে যায়, আর আমার গন্তব্যও হয়ে যায়...... দিগন্ত প্রসারি..........। পথের মাঝেই আমি খুঁজে পাই , প্রবল জনকলরোলে একাকীত্বের স্বাদ । এই পথ চলতে চলতেই মন ডানা মেলে উড়ে যায়, দূরে অনেক দূরে........ আর এই পথেই আমি নিজেকে হারিয়ে ফেলেছি , দূরে অনেক দূরে ।।
Comments
Post a Comment