পরিত্যক্ত
জীর্ণ শরীর ক্লান্ত মন , ব্যথাতুর হৃদয় , যৌবন তিরহিত , বার্ধক্যে উপনীত । একদা আমি ছিলাম অপরিহার্য, পেয়েছি মান , পেয়েছি সম্মান , স্নেহ ভালবাসাও কিছু কম পাইনি । দিক দিগন্তে ছুটে চলতাম , নব যৌবনের উচ্ছলতায় , উৎসবে আনন্দের ভাগীদার ছিলাম । একদা মানব সভ্যতার গতিবেগ ................ আমিই নির্ধারণ করতাম । আজ আমি জীবনের অন্তিম লগ্নে , তাই যৌবন রাজ্য থেকে আমি বহিষ্কৃত, বার্ধক্যের চিহ্নে আমি চিহ্নিত , প্রগতির সাথে তাল মেলাতে আমি ব্যর্থ , তাইতো আজ আমি পরিত্যক্ত !
Comments
Post a Comment