মায়া রাজ্য
মায়া রাজ্য, মায়াবী পরিবেশ, মায়াবী অনুশাসন, নিস্তার নেই কারও, পদার্পণ মাত্রই মুহূর্তে শৃঙ্খলায় আবদ্ধ । জানি সবই মায়া...... তবুও মায়ার স্বরূপ ভুলে থাকা , কেবল মনকে প্রবোধ দেওয়া... এ মায়া নয়, এ বাস্তব কিন্তু আড়ালে সেই মায়াই বিরাজমান । জলে, স্থলে, মন রাজ্যে মায়ার খেলাই বিরাজমান , নিজের স্বরূপ ভুলে থাকা...... বৈরাগীর বৈরাগ্যে বিরাগ! এটাই তো মায়ার খেলা । মরীচিকার তীরে ছুটে যাওয়া অদম্য ইচ্ছা..... মরীচিকার প্রতি অটুট বিশ্বাস , সবই মায়া । চরম বাস্তবতার মাঝে মায়ার অন্তহীন হাতছানি!
Comments
Post a Comment