রাজগৃহ

আলোয় উদ্ভাসিত রাজ গৃহ, অতুলনীয় ঐশ্বর্য ,
রঙ মহলে ঝাড়বাতি মহিমান্বিত বিজয় স্তম্ভ,
রাজ গৌরবে সুউচ্চ সকল স্তম্ভরাজী  , দৃঢ় প্রত্যয়ী।
বিজয় পতাকা উত্তাল,  তোরনদ্বার তারই অহংকারে অনমনীয়........
পতাকার তরে উড়ে যায় বাতাস... যেন অহংকারেরই পদসেবা রত  ।
শ্বেত শুভ্র পাষানে আচ্ছাদিত সোপান.....
যেন চন্দ্রের সাথে প্রতিযোগিতায় সে বিজয়ী।
খিলানের কারুকার্যে এক নৈসর্গিক মুগ্ধতার আবেশ.....,
পার্থিব ফলেফুলে অনন্যসাধারণ সমাহার যে খিলানের অমৃতকানন,
আতর, গোলাপের জলে মিশ্রণে এক মায়াবী আঘ্রাণ,
শ্বাস প্রশ্বাস এখানে এখানে রাজকীয় সুষমা মণ্ডিত,
জুই বেল সংগ্রথিত শোভা বর্ধক দ্বার প্রান্তে প্লাবিত , 
অতিথি অভ্যাগতদের চরণ বন্দনা..... তারই হস্তে সমর্পিত , 
বাহিরে ফোয়ারার আকাশচুম্বী ধারা মুহুর্তে আস্ফালীত,
আকাশের নক্ষত্র কূলও ফোয়ারার স্পর্ধায় স্তম্ভিত.....!  
পুষ্পবনে রাজ গৌরবে বিকশিত পুষ্পরাজী  ,
অনিন্দ্য সৌরভে পুষ্প বন পরিণত.... অমরাবতীতে !
সুরভীত উদ্যান যেন....... নব যৌবনের দ্যোতক.........
সবুজ তৃণ ক্ষেত্র যেন কাহার পদ স্পর্শের জন্যে অপেক্ষায়...
তৃণ ভূমি যেন পেলব শয্যার রূপ ধারণ করেছে ,
শ্বেত শুভ্র টগর যেন জ্যোৎস্না রাতের টুকরো টুকরো হীরক খণ্ড.......
জ্যোৎস্নার ধারা করে চলেছে স্বর্গীয় জলপ্রপাত  ।
রাজপুরীর সুষমা সৌন্দর্যে আজ চন্দ্র কলা ম্লান.........!
তোরনদ্বারে দন্ডায়মান বিজয় স্তম্ভ, যেন রাজকীয় কীর্তিগাথা , 
জ্বলেওঠে রাজগৃহের  সকল দীপ প্রদীপ,কোন এক অজানা উৎসবে
উদ্ভাসিত সমগ্র রাজ্য উত্তরকালের রাজ ভাগ্য বিধায়ক আগত প্রায়,
সমগ্র বিশ্ব প্রস্তুত ভবিষ্যতের নিয়ামকের জন্যে....,
জন্ম হবে পৃথিবীর বুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবের !
মহারাজের আগমন বার্তা এক তামাশাছন্ন যুগের পর.....
যেথা মনুষ্যত্বের অন্তরে অন্তরে কালিমা, গ্লানি, কলুষিত অন্তর.....,
তিনি সেই সকল গ্লানি হতে মানব সভ্যতাকে রক্ষার জন্যে অবতীর্ণ,
ধুলো কাদার পথে তিনি অবতীর্ণ রাজাসন ত্যাগ করে.............
সকল মায়া তিনি ত্যাগ করবেন সকলকে মায়া মুক্ত করার জন্যে ,
মানব মন মায়ায় আচ্ছন্ন , মায়া সাগরের অতল গভীরে নিমজ্জিত ।
সর্বত্রই অন্ধকার, মায়ার খেলা , মায়াবী পথে বিভ্রান্ত মানুষ ,
মায়াবী ছলনায় ক্রমশ..... মায়ার দিকেই ধাবিত মানব জাতি ,
দৈব ঐশী মহান জ্যোতি ম্লান মায়ার প্রাবল্যে ।
যুগ যুগান্তরের পরাজয়ের শোধ নিতে মরিয়া.... মায়া ,
কামনা বাসনার অমোঘ অস্ত্রে সে মানুষকে করেছে অধীন ,
ঘন ঘোর আঁধারে পথ হারিয়ে চলছে মানুষ.... এক অজানা গন্তব্যে , 
জানা নেই এর শেষ কোথায়..... কামনার অন্ত কোথায় ?
মায়া সাগরের অতল গভীরে অগম্য দিব্য কিরণ....., 
দিব্য জ্যোতির ছদ্মবেশে মায়ার প্রকাশে, এক অনন্য ছলনা , 
করুন প্রার্থনা মানব জাতির মুক্তি চাই, শান্তি চাই , স্বস্তি চাই ! 
এই মহা অগ্নিবর্ষার কালে শান্তি জল চির কাঙ্খিত , 
অমৃত ধারা বয়ে যাবে শুষ্ক মরু প্রান্তরে, সৃষ্টি হবে মরুদ্যান .......... 
সমাপ্তি ঘোষণা হবে অন্তরের যুদ্ধের, মরুদ্যানে পারিজাত হয়ে.................... .......... ... ....  ফুটে উঠবে শান্তি   -   কমল......................
জীবজগত খুঁজেপাবে জীবনের আশা.... সেই মরুভূমির অমৃত কুম্ভে
অমৃত কুম্ভ উন্মুক্ত হবে সকলের তরে...... জীবনের তরে.......,
নৈরাজ্যের অবসানে শান্তিরাজ্য প্রতিষ্ঠিত হবে যুগমানবের আগমনে
প্রতীক্ষায় ক্ষুধার্ত প্রাণ.......................। 

Comments

Post a Comment

Popular posts from this blog

সিক্ত সন্ধ্যা

সন্ধ্যা তারা

সন্ধ্যা