বন্ধু

বহু চড়াই উতরাই এ পেয়েছি তোমার হাত  ,                     দুর্গম দুর্যোগের রাতে ছাড়নি মোর হাত ।                       মনের খবর রাখতে তুমি এসেছিলে আঙ্গিনায় ,             পেয়েছি তোমার ছত্রছায়া ঘনঘোর বরষায়।                   দিতে ক্ষণে ক্ষণে তুমি যে আমারে প্রীতি ভরা উপহার      মনের মাঝে রেখেছি সে সব অমূল্য সম্ভার ।                   মনের সকল দুঃখের কথা দিলাম তারে ঢালি......         আমার সকল দুঃখ শোক নিলো  সে টানি ! 

Comments

Popular posts from this blog

সিক্ত সন্ধ্যা

সন্ধ্যা তারা

সন্ধ্যা