তপ্ত বেলায়
তপ্ত বেলা , তপ্ত পথ , তপ্ত জীবন , উত্তাপ মহিমান্বিত ক্ষণ , নির্জন পথে নীরব পাখী...... ক্ষণিকের তরে বিশ্রাম । খর তাপে ক্লান্ত পথিক, আকাশ পানে ম্লান দৃষ্টিতে চেয়ে থাকে....... নীরবে , নীরবে যেন কাহাকে অভিশাপ দেয়.....। ভেসে আসে ফেরীওয়ালার ক্ষীণ কন্ঠস্বর , কন্ঠস্বর ফেরীওয়ালার নয়, এ কন্ঠস্বর ক্ষুধার্ত প্রাণের...... সহসা ঈশানের মেঘে মগ্ন হল মধ্যাহ্ন , যেন মরুভূমির বুকে সহসা জলের চিহ্ন !
Comments
Post a Comment