অকাল বর্ষা
আকাশে নীরব ভোরের আলো , ঘাসের উপর শিশির করছে খেলা ........ আজ বৃষ্টি তার খেলার সাথী , আলো আঁধারের মায়ায় মাঠ ঘাট আচ্ছন্ন । পাতায় পাতায় বিন্দু বিন্দু মুক্ত মালা , প্রকৃতি যেন বর্ষাকে চির সবুজ করে চলেছে, প্রকৃতি বর্ষার অকাল সম্পৃক্ততা । চাতকের প্রার্থনা মঞ্জুর........ তারই প্রার্থনা অকালে এনেছে বর্ষা , নিলাভ পেখম করছে আজ , তারই জয় বন্দনা ।।
Comments
Post a Comment