কবিতা
মনের অতল গভীরে তোমার স্থান.... ভাষায় তুমি কখনো ব্যক্ত , কখনো বা অব্যক্ত থেকে যাও। কবি মনের উৎসারীত ধ্বনি ...... আবার পথে প্রান্তরে বাউলের একতারার সুর । দৈনন্দিন জীবনের পাওয়া না পাওয়ার এক সুর, সেও তো এক কবিতা...... । রাজপথের কলরবে সৃষ্টি রাজনৈতিক কবিতা , পল্লী প্রান্তরে আঁকা বাঁকা পথের ধারের গুঞ্জন....... এক অনন্য কবিতার সৃষ্টি করে । রাখাল বালকের ঘরে ফেরার গান , কবি মনের প্রেরণা । মাঝির ক্লান্ত কন্ঠে ভেসে আসে....... নদীর প্রাণের কবিতা , সূর্যের আরক্তিম আভায় মিশে যায় সেই অব্যক্ত... কবিতার সুর ।।
Comments
Post a Comment