ভোরের শব্দ
ওই শোনা যায় ভোরের শব্দ, দিনের উদ্বোধনী মন্ত্র , সুমধুর সুরে উচ্চারিত.... পাখির কলকাকলি নয় , পাখির গুঞ্জনে ভরা। জনজীবনের আলস্য তখনও যায়নি , প্রবীণা চলেছেন একাকী........ গঙ্গাস্নানে , চোখে তার চিরাচরিত মোক্ষবাসনা। মহাকাশের মোহনী রূপের পরিবর্তন......... নীলাভ আভায় তারা গুলি আড়াল হতে চলেছে । বনানীর ছায়ামূর্তি গুলো চিরসবুজ রূপে প্রকাশিত , বৃক্ষের নীড়ে অপেক্ষায় পক্ষীরাজী । প্রাতভ্রমণ এর প্রস্তুতি........ শিশিরে ভেজা তৃণ প্রান্তরে প্রথম পদক্ষেপ । ক্রমে ক্রমে আরো স্পষ্ট দিগন্ত রেখা , আরক্তিম স্রোতে ভেসে যাচ্ছে দিকচক্রবাল। দূর থেকে ভেসে আসে উপাসনা ধ্বনি , তীব্র বেগে ছুটে যায় , 'অনলনিশ্বাসী রথ' ! জীবন যুদ্ধের জাগরণী তার কন্ঠে । মাঝি মল্লারের সপ্তমধুকর নৌকা ভেসে পড়েছে..... এক অজানা গন্তব্যে । নদীর বুকে তীব্র প্রতিফলিত দিবাকর রশ্মি , এখানেই ভোরের শব্দের ইতি ।।
Comments
Post a Comment