গিরি বন্দনা
সেই আদিম শুভ ক্ষণে জন্ম তোমার , অর্ণব ভেদী মহা উত্থান , অভ্রভেদী স্পর্ধা । চিরকালের ধ্যান সমাহিত রূপ , কোন এক অতীন্দ্রীয় চিন্তায় মগ্ন.......... তোমারই মাতৃস্নেহে লালিত এই উপমহাদেশের প্রাণ চির শুভ্র বিস্তৃত বস্ত্র, তোমার অঙ্কেই জন্ম নিলো চিরস্রোতস্বিনী , যুগে যুগে তুমিই মোদের অভিভাবক , হিম শীতল ঢেউ আছড়ে পড়ে তোমারই চরণে , হিমবাহ তোমার উত্তরীয়। ধ্যান গম্ভীর মৌনতায় বিরাজমান.... তুমি হিমের আলয়, তুমি হিমালয় ।।
Comments
Post a Comment