Popular posts from this blog
সন্ধ্যা তারা
সন্ধ্যা
সন্ধ্যা......... সে নেমে এলো পৃথিবীর বুকে, অম্লান মহাজ্যোতি চোখের আড়ালে এখন। সন্ধ্যার স্নিগ্ধ গন্ধে এক মায়াবী পরিবেশ, মায়াবী পথ ঘাট, মায়াবী বনানী, মায়াবী জনজীবন। ক্ষুদ্র প্রদীপ দিয়ে আলোকিত করার বৃথা চেষ্টা, সন্ধ্যা এখন সমহিমায়ে বিরাজমান। দিগন্ত প্রসারিত তার মায়াবী দৃষ্টি, তার দৃষ্টিতে রাজপুরীও তমসাছন্ন । জনজীবনের ধারা বয়ে চলেছে মন্থর গতিতে, একটু থামতে হবে.......
Comments
Post a Comment